সবাই মোদের সখ্য সবাই মোদের ভাই
কারো সাথে কভু বিভুই বৈরিতা নাই
হৃদয় বাধিয়া মুক্তি লভ করিব না বিদ্বেষ
বিশ্ব ভিসারে মিলিব থাকিবে না ঈর্ষা রেশ
সুখ দুখ রুদ্র দাহনে ধরিব সবার হাত
কাটিবে বিষাদ ব্যাথা ঘোর অমিষা রাত
ত্রাস রুখিয়া সুখের আঘাত আনিব সুধা
বিশ্ব পালে থাকিবে না হাহাকার থাকিবে না ক্ষুধা
শীর্ণ কপোটে তীর্ণ ধরি আসিবে অভিলাষ
বহিবে উদাস মনে প্রীতির সুবাতাস

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৫০ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন