ভালোবাসা আর পানি একই,তাদের নিজস্ব কোনো আকার নেই,,
পানি যেমন নিরাকার, বস্তু ভেদে আকার পরিবর্তনীয় তেমনি ভালোবাসাও নিরাকার ব্যক্তিভেদে ভালোবাসাও পরিবর্তনীয়,।
আমার কাছে ভালোবাসার কোনো নিজস্ব রং,আকার,নেই,,ব্যক্তি ভেদে ভালোবাসাও পরিবর্তন হয়,,,
ভালোবাসা যার যার কাছে যেরকম,,,
তার কোনো নিজস্ব ইঙ্গিত নেই।
কারো মতে,—–
পৃথিবীর জীবন তো একটাই,।
তা এই জীবনে তাকে কম ভালোবেসে লাভ টাই বা কী!?
তাকে সম্পূর্ণরুপে ভালোবাসতে পারলেই তো জীবন সার্থক,।
–(এখানে খুব বেশি ভালোবাসার কথা বলা হচ্ছে) —
আবার কারো মতে,—–
প্রিয় মানুষের কাছে ভালোবাসা প্রকাশ করতে নেই,,
কারণ সম্পূর্ণ ভালোবাসা প্রকাশ করলে,, তাকে নিয়ে ভাবার মত আর কিছুই থাকে না।
–(এখানে ভালোবাসা গোপন রাখার কথা বলা হচ্ছে) —
অনেকেই বলে,,
নারীদের ভালোবাসার রং বদলায়,,।
তাই নারীদের বেশি ভালোবাসা দেখাতে নেই–
বেশি ভালোবাসা দেখালে ছ্যাকা দেওয়ার সম্ভাবনা থাকে।
–(এখানে ভালোবাসা কমতির কথা বলা হচ্ছে)–
অনেকেই বলে,,
ভালোবাসা হচ্ছে মোহ এর জিনিস,।
যে যাকে সত্যিকার অর্থে ভালোবাসে।
সে তাকে সব পরিস্থিতে ভালোবেসে মানিয়ে নিবে।
–( এখানে বলা হচ্ছে মন দিয়ে ভালোবাসলে সব কিছু সহজ)–
আবার অনেকে,,
সতীন থাকা সংসারে—
প্রিয় মানুষটার মনের মত হওয়ার জন্য ভালোবাসার প্রতিযোগিতা করে।
অনেকে পাবেনা যেনোও অপেক্ষা করে।
অনেকে আবার তার বিচ্ছেদ সইতে না পেরে মানসিক ভারসাম্যহীন।
অনেকে ওপারে পাওয়ার আশা নিয়ে বেঁচে আছে — মৃত্যুর অপেক্ষায়।
অনেকে পতিতালয়ের মেয়েদের ঘৃণা চোখে দেখে,
অনেকে আবার তাদের সব জেনে বিয়ে করেও সংসার করে। (ইত্যাদি)
এইসব গুলো ভালোবাসার আকার —
যার যার মতে যেমন,,–
ভালোবাসায় যে, যেভাবে সার্থক হয়েছে, ।
সে সেভাবে প্রকাশ করেছে।
🖋️সুমন প্রধান
মন্তব্য করতে এখানে ক্লিক করুন