মোঃ সুমন প্রধান

কবিতা - বন্ধু মানে

লেখক: মোঃ সুমন প্রধান

বন্ধু মানে
– মোঃ সুমন প্রধান

বন্ধু হলো এমন স্বজন –
কিছু আত্মীয়দের চেয়ে আপন |
বন্ধু হলো এমন শব্দ ,
খারাপ কাজে করবে জব্দ |

বন্ধু মানে কিছু সময় –
দুষ্টুমি করা ,
বন্ধু মানে দূরে থাকলে –
একাকীত্ব ভোগা |

বন্ধু মানে দুঃ সময়ে-
কাছে এসে বসা ,
বন্ধু মানে কিছু খাবার |
ভাগা-ভাগি করা |

বন্ধু মানে সুখে দুখে –
সদা পাশে থাকবে বসে |
বন্ধু মানে বিপদে আপদে
সহযোগিতা করবে এসে |

বন্ধু মানে ভাত ছাড়া –
সঙ্গ ছাড়া না ,
বন্ধু মানে চিরজীবন –
কাছা-কাছি থাকা |

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৬০ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন