শংকর ব্রহ্ম

কবিতা - কবিতা আমার

শংকর ব্রহ্ম

কবিতা আমার
শংকর ব্রহ্ম

পুরনো দিনগুলো কিছুতেই ছাড়ে না আমায়
নতুন দিনগুলোর সাথে সমানে পাল্লা দিতে চায়,
স্কুল পালানো দিন
আম পোড়া শরবৎ
বন্ধুর বোন
বৃষ্টি ভেজা দিন
বিনিদ্র রাত
আরও কতকিছু আমাকে সন্মোহিত করে রাখে
নতুন দিনগুলো মনোরম বটে,
তার চেয়ে কম মোহময় নয়
সেইসব পুরনো দিনের স্মৃতি।

বন্ধুরা যখন তাদের আনন্দ নিয়ে মশগুল
আমি তখন আমার স্মৃতিতে বিভোর।

১৪৩
মন্তব্য করতে ক্লিক করুন