যুবক অনার্য

কবিতা - পুকুরকাব্য

লেখক: যুবক অনার্য

সোমত্থ এ গাঁয়ের মাঝখানে
সেই রাধাপুকুর- পাপড়ি ঢাকা
তলদেশ ওপারে ফুল
পুকুরের পাড় নলিনী ঘাস
শান বাঁধানো ঘাট
শ্যাওলার দাগ
স্নানের শব্দ
যেন বা পারদের ওঠা নামা
গাভিন বর্ষনে উপচে পড়া
ঘনগন্ধা গৌর জল।

আমাদের এ গাঁ পোয়াতি হয়
স্নানের ভিতর

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৪ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন