সাত সাগরের মাঝি
সাত সাগরের মাঝি
ফররুখ আহমদ

গ্রন্থ - সাত সাগরের মাঝি

লেখক: ফররুখ আহমদ

প্রকাশক: বে-নজীর আহমদ

প্রচ্ছদ শিল্পী: জয়নুল আবেদীন

প্রকাশিত বছর: ১৯৪৪

উৎসর্গ: বইটি উৎসর্গ করা হয় কবি আল্লামা ইকবালের প্রতি

‘সাত সাগরের মাঝি’- একজন কবির প্রথম কবিতা গ্রন্থ। এই প্রথম কবিতা গ্রন্থটিই যাঁকে বাংলার কাব্যগগনে এক নক্ষত্রের মর্যাদায় আসীন করেছে। তিনি একাধারে রেনেসাঁর কবি, জাগণের কবি, ঐতিহ্যের কবি কবি। লিখেছেন একটি জাতির জাগরণের প্রত্যাশায়। তাঁর যাদুর কলমে একে একে রচিত হয়েছে মহান সব সৃষ্টি। তাঁর সকল সৃষ্টির সেরা ‘সাত সাগরের মাঝি’

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৩৫ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন