Suvayan Dey

কবিতা - নবীন সকাল

Suvayan Dey

সকাল বেলা রোদে রাঙা,
ফুলের সুবাস বাতাস ভাঙা।
পাখির গান বনেতে জাগে,
নদীর কূলে সুখের লগে।

চোখের জল উঠেছে ঝরা,
অথচ মনে আনন্দেরা।
সবুজ মাঠে হাঁটে পায়ে,
প্রকৃতির রূপ, স্বপ্নের ছায়ে।

চাকরি বা পড়াশোনা,
নিশ্চয়তা আর ঝাঁপ’s তো পোনা।
মনের গভীরে জাগে আশা,
ভালোবাসার চলিবে সাশ্রা।

নবীন সকাল, নতুন দিন,
পৃথিবীতে প্রতিটি সিনেম।
এত রঙে জীবন বাঁচুক,
সব গ্লানি দূরে ভেঙে যাক।

২২৩
মন্তব্য করতে ক্লিক করুন