বাঁচার আনন্দ
শংকর ব্রহ্ম

কাকটা ভীষণ চতুর খাবার লুকিয়ে রাখে চোখ বুজে
কিন্তু যখন ভীষণ ক্ষিদে পায় না কোথাও আর খুঁজে,
আমাদের মধ্যেও এমন কিছু উপর চালাক লোক আছে
সব কিছুকে গোপন করে নিজের কাছে একলা বাঁচে।
তাদের জন্য করুণা হয় তাদের জন্য হয়ও ভয়
নিজেকে সে করতে গোপন নিজেকেই সে করছে ক্ষয়
এমন লোকের দেখা পেলে আমায় শুধু দিয়ো খবর
মাথায় তাদের চাপিয়ে দেব সমাজের এই সকল ভর,
দেখবে কেমন ছটফটিয়ে বাঁচতে যাবে ঠিক শিখে
বাঁচার আনন্দ তার ছড়িয়ে দেবে দিক-বিদিকে।

১৬০
মন্তব্য করতে ক্লিক করুন