প্রতিবাদহীন
শংকর ব্রহ্ম
একটি জীবন ধরে অসহ্য দৃশ্যের আক্রমণ কত
এর চেয়ে অন্ধ হলে •••
কতসব অশ্রাব্য বাক্য শোনা হল রাজনীতি জুড়ে
তার চেয়ে কালা হলে •••
একটি জীবন ধরে এত বেশী হৃদয়ের জ্বালা
মনেহয় অবান্তর সব এর চেয়ে বোবা হলে পরে
অথচ আমরা কেউ-ই বোবা কালা অন্ধ নই
তবু বেশ নিরুত্তাপ বেঁচে আছি প্রতিবাদহীন।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন