আমি একটা মন চাই, অতি উর্বর একটা কলাবতী মন
আছে যার ইতিহাস, আছে সুদীর্ঘ ভবিষ্যৎ ভ্রূণের মতন
আছে ধ্বংসের, আছে সৃষ্টির সঙ্গীত
প্রত্যয়ের কেবলই অনন্ত ইঙ্গিত 
যেখানে আছে কর্মনাশার প্রলয় আবর্ত কেবল
আছে সুর, আছে দিকেদিকে লয়ের বাঁকবদল
আছে বন্যার জলের মতন প্রবল
ভালোবাসার অন্ধত্ব কেবলই গহন অতল

জানি এ চাওয়া পূরণ হবার নয়; কেবলই অদ্ভূত বিচিত্র
তবুও চাই, আমিও যে সংমিশ্রণ আবিলতায় সমষত্ব
দুঃখ দেখলে কান্না পায় সেবিকার মতন
ফুল দেখলে কষ্ট করেও মেলে থাকি দুনয়ন
অবকাশে থাকা কোন যোদ্ধার মতো
তবুও যে শোষণে অশান্ত
উর্ধহস্ত, দৃপ্ত-পেশী, উচ্ছ্বল    
সংগ্রামে স্বেচ্ছাসেবী কেবল 

আমি তাই চাই ছায়ার মতন
একটা বাতাস বাতাস মন
নিশ্বাসে বিশ্বাসে নিঃস্বতায় পূর্ণতায়
অনুভবে ক্রিয়ায়
অনুগত অনুক্ষণ, শরীরী পিন্ডদানে আর       
মাংসের লোভে একাকার
ক্রিয়ায় প্রতিক্রিয়ায় সমষত্ব কোন এক মিশ্রণ
এমনই একটা ককটেইলের মন
আমি চাই
পুরাটাই

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৫৬ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন