মুখোশ
শংকর ব্রহ্ম

মুখোশ পরে থাকলে সবাই
মুখোশ ছেঁড়ার দায়িত্ব কার
তোমার নাকি আমার

তোমার আমার কারও – ই নয়
মুখোশ পরা লোকগুলি তাই
পাচ্ছে না তো ভয়

এসো , তোমার মুখোশ আমি ছিঁড়ি
আমার মুখোশ তুমি
এমন করেই শুরুটা প্রথম করি

খেলাটা ধীরে উঠলে জমে
মুখোশ পরা লোকগুলো সব
অনেক যাবে কমে

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৬২ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন