একুশ আমার জাগিয়ে দিল রক্তের তেজি ঝড়,
একুশ আমায় বলে দিল অস্ত্র হাতে ধর।
একুশ আমায় দিয়ে গেল শক্ত হবার শিক্ষা,
একুশ থেকেই পেলাম আমি মাতৃভাষার দীক্ষা।
একুশেতেই হারিয়েছিলাম ভাষাপ্রেমী ভাই,
একাত্তরে যুদ্ধ করে দেশ পেয়েছি তাই।
মাতৃভাষার জন্যে যারা জীবন করেছে ক্ষয়,
তাদের জন্যে সবাই মিলে গাই একুশের জয়।
জীবন দিয়ে রাখতে হবে সেরা ভাষার মান,
জীবন ভরেই গাইতে হবে ফেব্রুয়ারির গান।
৫২-র ফেব্রুয়ারির একুশ সেরা দিন,
দেশের সকল শহীদেরা মোদের সালাম নিন।
শফিক, জব্বার, বরকতেরা দিয়েছে তাজা প্রাণ,
তাইতো মোরা এই দিনে গাই মাতৃভাষার গান।
এই দিনেতেই দেখেছিলাম স্বাধীনতার আশা,
এই দিনেতেই পেয়েছি মোরা প্রিয় মাতৃভাষা।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন