বিপ্লব এখন ঘুমন্ত
গণতন্ত্র নিছক ছেলে ভোলানো গল্প
ঠাকুমার ঝুলিতে একাত্তর, বাহান্ন।
নগ্ন মাতৃ… দুগ্ধ
চুষে খাচ্ছে দুধরাজ সাপ
আমরা গুলিয়ে ফেলছি সব।
নিংশ্বাস বিষাক্ত
ফণা তুলছে ধর্মযাজক
কুলষিত নগরী
আওড়াচ্ছে স্বৈরবাদি মন্ত্র
রাজপথ স্তব্দ
শ্লোগান নির্বাসিত
মানবতার চাদরে তবু উষ্ণ প্রজাতন্ত্র।
কলম, তোষামদে ব্যস্ত
শরীর তৈলাক্ত
সতীচ্ছেদে বিনোদন
ধর্ষণে বিনোদন
নষ্ট যৌবন।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ২৬ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
আবৃত্তি করেছেন: Linkon
মন্তব্য করতে এখানে ক্লিক করুন