হাবলঙ্গের বাজারে গিয়া

হুমায়ূন আহমেদ হুমায়ূন আহমেদ

হাবলঙ্গের বাজারে গিয়া দশ টাকা জমা দিয়া
আনিয়ো কিনিয়া কন্যা মনে যদি চায়;
ও দরদি মনে যদি চায়।


মধ্যরাত্রি দি প্রহরে হাবলঙ্গের বাজার বসে,
যাইতে হবে চুপি চুপি, কথা হবে ঠারে ঠারে
যেন কেউ মুখের কথা শুনিতে না পায়;
কন্যা কিনিতে তোমার মনে যদি চায়
ও দরদি মনে যদি চায়

হাবলঙ্গের বাজারে গিয়া দশ টাকা জমা দিয়া
আনিয়ো কিনিয়া কন্যা মনে যদি চায়;
ও দরদি মনে যদি চায়

সাথে যদি আধুলি থাকে, মনে যদি ইচ্ছা থাকে,
আলতা কিনবা এক ফাকে, পিন্দাইবা কন্যার পায়;
হাবলঙ্গের কন্যারে সাজাইবা মনে যদি চায়.
কন্যা কিনিতে তোমার মনে যদি চায়,
ও দরদি মনে যদি চায়

হাবলঙ্গের বাজারে গিয়া দশ টাকা জমা দিয়া
আনিয়ো কিনিয়া কন্যা মনে যদি চায়;
ও দরদি মনে যদি চায়.
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৫৯৩ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন