মোঃ আরিফ হোসেন

কবিতা - গুনগান

লেখক: মোঃ আরিফ হোসেন

এ আকাশ, এ বাতাস, এ সাগরের পানি, নদীর জল সব তোমার সৃষ্টি। আমরা কেমনে তোমার গুনগান করি! তুমি একবার বলে দাও কেমনে গুনগান করব:কি গাছের তলে ছায়া নেব, না আকাশের তলে মাদুর বিছিয়ে বসব?

তুমি এক, তুমি অদ্বিতীয়, তুমি অসীম, তোমার কোন তুলনা নেই সে আমরা জানি।তাহলে বলছনা কেন কেমনে তোমার গুনগান করব! তুমি যদি বল সাত আসমানের উপর উঠতে তাহলে সাত আসমানের উপর উঠব, যদি বল চারশ কদম মাটির নীচে ছায়া নিতে মাটির নীচ ছায়া নেব তারপরও তোমার গুনগান করতে চাই।আমরা যে তোমার সৃষ্টি আমরা কি তোমার প্রতি অকৃতজ্ঞ হতে পারি? তুমি আমাদের বলে দাও কেমনে তোমার গুনগান করব।

ঐ রাতের তারা রাত জাগে, আকাশের পাখি আকাশে উড়ে, নীল হংসগুলি সারাক্ষণ শুধু মাঠে চরে তাহলে তুমি বলছনা কেন কেমনে তোমার গুনগান করব?

আজ যে মা মারা গেছে সে সন্তানকে বলে গেছে, ‘এই তুই কাঁদিসনা’ তাহলে তুমি বলছনা কেন কেমনে তোমার গুনগান করব?

জিরাফ,দেখতে অনেক লম্বা। তার কাছে জিজ্ঞেস করব কেমনে তোমার গুনগান করব।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৮৪ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন