কবিতা - জাল টাকা জাল মানুষ

লেখক: মোঃ আব্দুল মজিদ এনডিসি

টাকা বড় নাকি মানুষ! মানুষই মহান নাকি টাকাই!
আজও জগৎ ব‍্যাপি চলছে এ যুদ্ধটাই;
এর সমাধান আজও হয়নি এ যুগের ঘরে
জানি টাকা জাল হয়, আবার সে চলেও বেশি;
বড্ড আগ্রাসী চলে
শুধু বেতাল বলে।

আজতো দেখি- যুগ বদলের সাথে সাথে
মানুষও বদলে গেছে আমূল; দিনে-রাতে
সে এখন ততোধিক জাল মানুষ হয়;
আরো বেশি বেসামাল চলে
এক অমিত শক্তির আধার বনে যায়
যেন কোন যাদুর বলে
সে এখন দিব‍্যি সবকিছুর, সকলের উপরে

জাল টাকা রুখে এমন সঠিক যান্ত্রিক কৌশলের,
ভাবনা-কলার কোন অভাব তো নেই
কিন্তু জাল মানুষ রুখে দিবে এমন শক্তিশালী
যান্ত্রিক কৌশল কোথায়
অথবা সিস্টেম কোন?
অতিমানব-ঋষির ইশারায়!

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৭ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন