মোঃ আরিফ হোসেন

কবিতা - মিশরীয় নারী

লেখক: মোঃ আরিফ হোসেন

মিশরীয় নারীরা সুন্দরী হয়।আমি আজ এক মিশরীয় নারী দেখলাম ভীষণ সুন্দরী। দেখা মাত্রই আমাকে বলল, ভালবাসি। আমি বললাম, আমার পক্ষে তো ভালবাসা সম্ভব নয়, আমার অনেক কাজ আছে। সে বলল, এই কাজের মধ্যেই ভালবাসতে হয়।আমি এখন কিভাবে তাকে ভালবাসব সেটাই চিন্তা।

ভেবেছি আগামীকাল যখন গরু নিয়ে গোয়াল যাব তখন তাকে ভালবাসব।কারন গোয়াল যাওয়ার ফাঁকে তার সাথে কথা বলে নেব।কিন্তু তাতে কি সন্তুষ্ট হবে? যদি বলে গোয়াল যাওয়ার ফাঁকে আমার সাথে কথা বলতে আসে! তাহলে আমি কি করব আম জাম কুড়ানির ফাঁকে তার সাথে কথা বলে নেব! তাতেও অসন্তুষ্ট হতে পারে। তাহলে কি যখন খুব রোদ উঠে রোদ উঠার ফাঁকে তার সাথে কিছু সময় ব্যয় করে নেব? তাতেও যদি সে অসন্তুষ্ট হয়! ও বুঝেছি আগামীকাল যখন সবাই নিদ্রা যাবে, রাত সাড়ে বারোটা, কারে চোখে কোন ঘুম নেই, শুধুই নিদ্রা, এই নিদ্রার ফাঁকে তার সাথে কথা বলে নেব। কিন্তু তখন কি তার সময় হবে? যদি সে নিজেই নিদ্রা যায়! তাহলে কি করব? আমাকে কি মরে যেতে হবে? আমার পক্ষে তো মরা সম্ভব নয়! তাহলে? আমি আগামীকাল সাড়ে বারটা পর্যন্ত ঘুম যাব, যদি উঠে দেখি সে জাগ্রত তাহলে তাকে ভালবাসব। এমনি করে কি ভালবাসা হয়? এমনি করে তো ভালবাসা হয়না।তাহলে কি করব? নতুন দিন চাই। কে আমাকে নতুন দিন এনে দেবে? জানি নতুন দিন আনার মত কেহ নেই। তাহলে? হায় হায় মিশরীয় নারী তুমি কেন মিশরীয় নারী হতে গেলে, তোমার সাথে আর কথাই বলবনা!

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৬৪ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন