রুদ্র গোস্বামী

কবিতা - যদি অধিকার চাও

লেখক: রুদ্র গোস্বামী

তুমি যদি অধিকার চাও
ভাঙা পা নিয়ে তোমাকে উঠে দাঁড়াতে হবে
তুমি যদি অধিকার চাও
ছেঁড়া হাত নিয়ে তোমাকে ঘুরে দাঁড়াতে হবে
তুমি যদি অধিকার চাও
থেঁতলানো শরীর নিয়ে তোমাকে রুখে দাঁড়াতে হবে
যদি অধিকার চাও
ভাঙা পা নিয়ে উঠে দাঁড়াও
যদি অধিকার চাও
ছেঁড়া হাত নিয়ে ঘুরে দাঁড়াও
যদি অধিকার চাও
থেঁতলানো শরীর নিয়ে তুমি রুখে দাঁড়াও
ওরা তোমাকে আবার মারবে
আবার ছিঁড়ে নিতে চাইবে অন্য হাত,
হিঁচড়ে নিয়ে যাবে অন্ধকারে,
বুকে পা তুলে দেবে, গলায় ছুরি ধরবে
সব শেষে ভেঙে দিতে চাইবে শিরদাঁড়া,
পারবে না।
তোমার শিরদাঁড়া লোহার
তুমি উঠে দাঁড়াও
তোমার শিরদাঁড়া বজ্রের
তুমি উঠে দাঁড়াও
তোমার শিরদাঁড়া মানুষের
তুমি উঠে দাঁড়াও
তুমি প্রতিবাদ, তুমি চিৎকার, তুমি বিদ্রোহ
তুমি উঠে দাঁড়াও
ওরা তোমার কণ্ঠ রোধ করে দিতে চাইবে
পারবে না
তোমার কণ্ঠ প্রতিবাদের
তোমাকে ওরা আবার শিকল পরাতে চাইবে
পারবে না
তোমার দু’পা বিদ্রোহের
তুমি বজ্র মেখেছ গায়, উঠে দাঁড়াও
তুমি শিকল ভেঙেছ পায়ের, উঠে দাঁড়াও
যদি অধিকার চাও
আগুনের বুক ফুড়ে তুমি উঠে দাঁড়াও
যদি অধিকার চাও
মৃত্যুর বুকে পা দিয়ে তুমি উঠে দাঁড়াও
তুমি উঠে দাঁড়াও।

৫১৪
মন্তব্য করতে ক্লিক করুন