এখনো কিছু মানুষ বিশ্বাসে অটল
যদিও ধুলিস্মাৎ স্বপ্নের ক্ষেত ফুল ও ফসল
অনিশ্চিত আধাঁরে জীবন টলোমল প্রতিদিন
অজস্র কোলাহল শব্দের মাঝে প্রিয় শব্দ ফিলিস্তিন।
ক্ষতবিক্ষত পৃথিবীর আত্মার জল।
মনে পড়ে আদমের ক্রন্দন গন্দম ফল!
বেসামাল রক্তের প্লাবনে ভাসে সহস্র নারী শিশু
অনন্ত প্রতীক্ষায় দু-চোখ নিশ্চয়ই আসবেন যিশু!
প্রিয় ফিলিস্তিন
তোমাদের বিজয় সাদা কফিনে মোড়া গোলাপ রঙিন!
আর কোন কান্না নয় ওরা ফিরবে না ঘরে
আসমানী সওগাত যেদিন পবিত্র মাটিতে পড়বে ঝরে
নমরুদ নিঃস্বাসে বিষাক্ত রাফা গাজার জমিন
হয় মৃত্যু নয় মাতৃভূমি তুলে নাও খালিদের সঙ্গীন
বন্দুক হাতে পৃথিবীর সকল বিশ্বাসী বন্ধুরা এসো দৈনিক
আমি বাংলাদেশী তাতে কি মনে রেখো আমরাও ফিলিস্তিন সৈনিক।।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন