হাসান জামান

কবিতা - সব ভুলে যাই

লেখক: হাসান জামান

সব ভুলে যাই
হাসান জামান
১২-১৩-২৪

ইদানিং সব ভুলে যাই শিশুর মতন।
কিছুই থাকে না মনে
রাগ অনুরাগ চাওয়া পাওয়া দিগন্ত নীলে
শরতের মেঘ হয়ে ভাসে।
ভুলে গেছি বর্ষার কাদা জলে ভেজা শৈশব।
বসন্তে বেড়ে ওঠা দুরন্ত কৈশোর।
হৃদয় জুড়ে কুয়াশা চাদর।
ক্ষয়ে গেছে দৃষ্টির উজ্জল প্রখরতা।
চশমাটা বার বার টিস্যু দিয়ে মুছি।
ভুলেছি কুয়াশায় ভেজা রাত স্নিগ্ধ শীতের সকাল
নরম রোদের উষ্ণ ভালোবাসা।
আবছা হয়ে আসে চিরচেনা মাঠ ঘাট
ফুল পাখি গ্রামীণ নদী।
ফসলের ক্ষেত ঘরবাড়ি গোয়াল গরু
গোবরের গন্ধ ছড়ানো আঙ্গিনা উঠান,
ভোরের বাতাস। শান বাধা গভীর কুয়ো-
আঙিনায় ছড়ানো তোড়া জাল।
ভুলে গেছি স্নেহময়ী মায়ের আদর।
হারানো বাবার স্নেহ, চিরচেনা স্বজনের মুখ।
ভুলে গেছি হেমন্তের মাঠ সোনালী ফসল
শীতের শিশির নয়ন জুড়ানো হলুদ সর্ষের প্রান্তর।
চন্দ্রিমা রাতে গ্রামীন আড্ডায় বাবার মজলিসে
উৎসবে মুখরিত প্রিয় প্রতিবেশী কৃষক সমাজ!
ভুলে গেছি ছেলে বেলার প্রিয় স্কুল শিক্ষকের নাম
ভুলে গেছি এ কাল বেলায় দ্রোহ ডান বাম।
নিদ্রাহীন রাতে ঝরে স্মৃতির শিশির মনের জানালায় বিন্দু বিন্দু বৃষ্টির জল টুপটাপ!
ভুলে গেছি স্কুলে চুল খোলা কিশোরীর নাম
যে হঠাৎ রাস্তায় বলেছিল তোমাকে সালাম।
ভুলে গেছি ভোরের আজান পাখিদের গান
আম জাম কাঁঠালের বন উদাস হাওয়া
শিকড়ের সন্ধানে ফিরে যেতে সাধ জাগে মনে।
ভুলে গেছি কলেজের একঝাঁক
তরুনীর ফুল হয়ে ফোটা
সময় নিয়েছে সব সুখ দুখ শহরের কোলাহলে।
অতৃপ্ত মনে শুনি বিদায়ের গান ভুলে যাই
প্রেম কাম সব কিছু ভুলে যাই
এখন কিছুই থাকেনা মনে।সব ভুলে যাই!!
————————————————————-
১২-১০-২৩। দিনাজপুর

১৫০
মন্তব্য করতে ক্লিক করুন