ক্ষোভ
শংকর ব্রহ্ম
এ আমার নগ্নতা নয় স্বচ্ছ বিচরণ
আপাদ মস্তক উন্মোচন করে গাঢ় অন্ধকারে
গূঢ় আয়োজনে নির্মোহ যন্ত্রণায় কাটে দিন
এ আমার উৎসব উদযাপন নয়
বিষাদাশ্রয়ী দিনযাপনের ব্যর্থ ক্ষয়
আসলে আমরা যা চেয়েছি
আসি আসি করেও
প্রকৃত তা নিকটে আসেনি কোনদিনই
তাই নতজানু হবার বদলে
অস্তিত্ব আমার ক্রমশই হয়েছে অস্থির
এ শুধুমাত্র স্বীকারুক্তি নয়
প্রতিবাদী হৃদয়ের সোচ্চার ক্ষোভ
মন্তব্য করতে ক্লিক করুন