মানবের দেশে শুধু চিনিতে শুনিতে
যায় বেলা-পরিচয় দিতে ও লইতে ।
এ যেন কুটুম্বালয়; এর ঘরে ঘরে
যাই, দেখি, দেখা দিই; কভু যুক্ত করে
কভু স্নিগ্ধ চোখে। কাছে বসি কিছুকাল
শুধাই কুশল প্রশ্ন। সম্বন্ধের জাল
ধীরে বোনা হয়। তখন উঠিয়া বলি
”তবে আসি”। আসক্তিরে টেনে টেনে চলি
ছিঁড়িতে ছিঁড়িতে। এই মত যায় বেলা
মানবের দেশে শুধু ”চেনাশুনা” খেলা।
কোনো কাজে লাগি নাই। দিই নাই কিছু
আমি চলি গেলে যাহা রবে মোর পিছু।
সাথে এনেছিনু কত, বেলা নাই দিতে
রহিল আমার দান আমার ঝুলিতে।।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন