অন্নদাশঙ্কর রায়

কবিতা - আপনা মাঝারে চাহি

অন্নদাশঙ্কর রায়

আপনা মাঝারে চাহি রহিনু থমকি।

মোর মাঝে এও আছে! হে আমার আমি,

সুন্দর করেছে বিশ্ব তারা শুভ্র ষামী

দূরের দখিনা বহে দমকি দমকি

চূত তরুতরুণীর আহ্বানে চমকি।

পিকবধু সে বুঝিবা বা পেল তার স্বামী ।

মিলন লজ্জায় তার বাণী গেছে থামি।

সুন্দর ভুবন–তবু তোমার সম কি?

মুকুরে বাহারে হেরি সেও তো সুন্দর

সুন্দর মেনেছে তারে সুন্দরী রমণী

কাহারে আকুল করে তার কণ্ঠস্বর

উন্মনা করেছে কারে তার পদধ্বনি ।

সুন্দর বাহির–তবু তা হতে সুন্দর

আমার অন্তরলোক ; সৌন্দর্য্যের খনি।

৬০
মন্তব্য করতে ক্লিক করুন