তুমি আসবে বলে

মনিরুল ইসলাম

তুমি আসবে বলে

পুষ্প বাহারে সাজিয়েছি মেঠো পথ
নিজেকে গুছিয়েছি তোমার মতো করে,
যা তুমি কল্পনায় কানের কাছে চুপটি করে বলেছিলে।

তুমি আসবে বলে

হৃদয় মন্দির সেজেছে নবীন সাজে
হাজারো বীণার সুরের ঝংকার হৃদয় কোঠরে
বার নাড়া দিয়ে বলছে, সে আসছে।

তুমি আসবে বলে

পুলকিত চিত্তে চেয়ে আছি পথপানে
হৃদয়ের গহীনে উঁকি দিয়ে দিচ্ছে অজানা অনুভূতি
কতদিন পরে দেখবো তোমার চাঁদ বদন।

তুমি আসবে বলে

দূরের ঝোঁপে ডাকছে হাজারো পাখি
তাদের সুরে খুঁজে পাচ্ছি তোমার আগমনী বার্তা
যেন এই বুঝি তুমি এলে।

তুমি আসবে বলে

ফুলের উপর প্রজাপতিরা নাচছে
এ ডাল থেকে সে ডালে এলোমেলো উড়ছে তারা
যেন তোমার প্রতিক্ষায় তারা চঞ্চল।

তুমি আসবে বলে

আকাশ সেজেছে নতুন রঙ্গে
ছেঁড়া মেঘগুলো ছুটছে কোন দূর অজানার পথে
যেন তোমাকে এগিয়ে নিতে।

কিন্তু-----
তোমার প্রতিক্ষায় সময়গুলো কোথায় যেন চলে গেলো
আসলেনা তুমি, পথপানে চেয়ে থেকে একবুক হতাশা

অবশেষে ঘন সন্ধায় শুণ্য হৃদয়ে মাদুরটা তুলে
একাকী ঘরে বসে দীপ জ্বালিয়ে আবারো----

ভালো থেকো প্রিয় যেখানেই থাকো,
আর আমি!
থাক এ ছন্নছাড়া জীবন নিয়ে কি'ই আর করার!
হয়তো আবারো বসে তোমার পথপানে চেয়ে অপেক্ষারত থেকে,
মনকে প্রবোধ দিবো তুমি আসবে বলে ।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ২০২ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন