আমার যদি এপিটাফ লিখতে হয়
তবে লিখো-
লোকটা ছিল তরুণ
শেষ নিঃশ্বাসে
শেষ হিক্কায়
শেষ ধুকধুকে
তরুণ।
ফুর্তি করতে ভালোবাসত
ভালোবাসত ফুর্তি করে
ফুর্তি করে কাজ করত
ফুর্তি ছল পেলে বর্তে যেত।
তেমন ছল
মিলত কিন্তু তার বরাতে
ভাগ্যক্রমের পক্ষপাতে
তাই তার আপসোস ছিল না।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন