আমার বিধাতা সমূলে শুধুই আমার বিধাতা
অন‍্য কারও বিধাতার ছায়া-প্রচ্ছায়ার এজমালি শরিক নয়
তোমাদের বিধাতা তো তোমাদের মত প্রকট সাম্প্রদায়িক
আপাদমস্তক; তোমাদের সামাজিক মালিকানা বটে!

আমার বিধাতা আমার রক্তের প্রতিটি কোষে-কোষে সেঁটে থাকে,
তারকার মতো, মিশে থাকে ভাবনায়, চেতনায়
এমনকি আমার, শব্দ নয়, সত্তাজাত কবিতায়-
শরীর জুড়ে মিশে থাকে একাকার
আমার স্বপ্নের ঘরে আমারই বিধাতার অষ্টপ্রহর বসতি

তোমাদের বিধাতা দিয়েছে কি সর্পিল রক্তের প্রবাহ কোনো?
-ও তো রীতিমত গলিত কালান্তক লাভার স্রোত!
তাইতো পয়মন্ত কোন সময় এলে আকস্মিক উদগীরণ ঘটাও;
হোলিস্টিক বিনাশের ইতিহাস প্রলম্বিত হয় নিমিষে

তোমাদের বিধাতা তোমাদের ভাবনায়-চেতনায়-বিশ্বাসে থাকে না
জানি থাকে শুধু কুটকর্মে ও হাইব্রিড আচরণে
তাইতো তোমাদের স্বপ্নরা কেবলই বাউরি বাতাসের মত
দিশেহারা, ছন্নছাড়া

আমার বিধাতা আমাকে ক্ষ‍্যাপাটে বানায় না হঠাৎ সুনামির মত
আমার মধ‍্যে কোন হিংসা-জিঘাংসার চাষ করে না
আমার বিধাতা কেবলই গড়তে শেখায় বৃষ্টির মত
কখনো শিলার মত বিনাশ করতে নয়

তোমাদের বিধাতার স্বভাবদোষে, জানি
তোমরা আজ এতটা কালবৈশাখী ঝড়ের মত ক্ষ‍্যাপাটে

বল, এই অন্তর-জোড়া হিংসা, আর বিকট জিঘাংসার
আবাদকারীই বা কে?
কে তোমাদের ভাঙতে শেখায়, কাটতে শেখায়?
বিনাশে মত্ত করে কে?

আর তাইতো আমার বিধাতা হতে পারে কেবল
আমার-তাহার-সকলের,
শুধু তোমাদের ছাড়া।

৭৯
মন্তব্য করতে ক্লিক করুন