খুঁজে ফিরি
মনিরুল ইসলাম
তোমাকে খুঁজে ফিরি একপশলা শ্রাবণের বৃষ্টির মাঝে,
খুঁজি লক্ষ কোটি তারকারাজির মাঝে,
তোমায় খুঁজি দুর্দান্ত বীরের বল্লমের তীক্ষ্ণ ধারে,
খুঁজি মরুভূমির তপ্ত বালুকা রাশির মাঝে।
তোমাকে খুঁজে ফিরি কৃষ্ণের বাঁশির বাতাস কাঁপানো সুরে,
খুঁজি মসজিদের মুসল্লীর প্রার্থনায়।
তোমায় খুঁজি গভীর রাতে ঘনবনে ডাকা ডাহুকের কন্ঠে,
খুঁজি রক্তিম কৃষ্ণচুড়ার মাঝে।
তোমাকে খুঁজে ফিরি বুকে জমানো ভালোবাসার গহীন বনে,
খুঁজি সমুদ্রের অথৈ জলরাশির মাঝে।
তোমায় খুঁজি কাশফুলের দোল খেয়ে ঝরে যাবার মাঝে,
খুঁজি ভোরের ঘাসের উপর শিশির বিন্দুর মাঝে।
আর কত?
আর কত খোঁজার পরে পাবো তোমার দরশন,
কেমনে বুঝাই তুমিই আমার মন করেছ হরন!
খুঁজে ফিরি তোমায় প্রতি মূহুর্ত; প্রতিটি ক্ষনে,
আমায় কি কখনো প্রিয়ে পড়ে তোমার মনে?
খুঁজতে গিয়ে যদি হারিয়ে ফেলি; মনের মাঝে ভীতি,
হয়ে আছো তুমি এই অন্তরে কাব্য,গদ্য আর গীতি।
খুঁজি লক্ষ কোটি তারকারাজির মাঝে,
তোমায় খুঁজি দুর্দান্ত বীরের বল্লমের তীক্ষ্ণ ধারে,
খুঁজি মরুভূমির তপ্ত বালুকা রাশির মাঝে।
তোমাকে খুঁজে ফিরি কৃষ্ণের বাঁশির বাতাস কাঁপানো সুরে,
খুঁজি মসজিদের মুসল্লীর প্রার্থনায়।
তোমায় খুঁজি গভীর রাতে ঘনবনে ডাকা ডাহুকের কন্ঠে,
খুঁজি রক্তিম কৃষ্ণচুড়ার মাঝে।
তোমাকে খুঁজে ফিরি বুকে জমানো ভালোবাসার গহীন বনে,
খুঁজি সমুদ্রের অথৈ জলরাশির মাঝে।
তোমায় খুঁজি কাশফুলের দোল খেয়ে ঝরে যাবার মাঝে,
খুঁজি ভোরের ঘাসের উপর শিশির বিন্দুর মাঝে।
আর কত?
আর কত খোঁজার পরে পাবো তোমার দরশন,
কেমনে বুঝাই তুমিই আমার মন করেছ হরন!
খুঁজে ফিরি তোমায় প্রতি মূহুর্ত; প্রতিটি ক্ষনে,
আমায় কি কখনো প্রিয়ে পড়ে তোমার মনে?
খুঁজতে গিয়ে যদি হারিয়ে ফেলি; মনের মাঝে ভীতি,
হয়ে আছো তুমি এই অন্তরে কাব্য,গদ্য আর গীতি।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৮৭ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন