শংকর ব্রহ্ম

কবিতা - বর্ষাযাপন

লেখক: শংকর ব্রহ্ম

বর্ষাযাপন
শংকর ব্রহ্ম

আপন খেয়ালে বায়ু বয়ে যায়
অলস মন্থরভাবে কাটে যে সময়
হয়ে থাকি আমি গাঢ় মোহময়
কী করে তোমার কাটে যে সময়?

উড়ো উড়ো মেঘ মেলে দেয় ডানা
দূরে উড়ে যেতে নেই কোনও মানা
যেতে যেতে দূরে ঝারে যদি ডানা
ঝরে পড়ে কিছু জ’লো রেণু দানা।

পাখি নেই গাছে, আশ্রয় নীড়ে
ডুবে থাকি আমি স্মৃতির গভীরে,
হঠাৎ খেয়ালে মনে পড়ে যায়
তুমি কাছে ছিলে গত বর্ষায়।

১৩
মন্তব্য করতে ক্লিক করুন