কাজী নজরুল ইসলাম

কবিতা - ‘বাবিলনের’ জাদু বুঝি

কাজী নজরুল ইসলাম

‘বাবিলনের’ জাদু বুঝি
গুরু তব চটুল চোখের,
হার মানে ও চোখের কাছে,
জাদুকরি সকল লোকের!
দুলছে যে ওই অলক-গুছি
রূপকুমারীর কর্ণমূলে
দুলে যেন হাফিজের এই
কাব্য-মোতির চারপাশে ফের।।

৫৯
মন্তব্য করতে ক্লিক করুন