ভালোবেসে অবশেষে কেঁদে দিন গেল,
ফুল-শয্যা বাসি হল, বঁধু না এল।।
পানের খিলি শুকাইল বাটাতে ভরা,
এ পান আমি কারে দিব সে বঁধু ছাড়া,
নীলাম্বরী শাড়ি ছি ছি পরলেম মিছে লো।।
সখি এবার ধরে দিস যদি তায়
তারে রাখ্ব বেঁধে বিনোদ খোঁপায়,
কাঙালে পাইলে রতন যেমন রাখে লো।।
সোঁদা-মাখা দিসনে কেশে, গন্ধে যে লো তার
মনে আনে চন্দন-গন্ধ সোনার বঁধুয়ার।
এত দুঃখ ছিল আমার এই বয়েসে লো।।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন