কবিতা - চলো সখী জল নিতে কাজী নজরুল ইসলাম গান চলো সখী জল নিতে চলো ত্বরিতে। শ্রান্ত দিনের রবি ডোবে সরিতে।। ঘিরিছে আঁধার তটিনি-কিনার, গোধূলির ছায়া পড়ে বন-হরিতে।। ধেনু-ডাকা বেণু বাজে বংশী-বটে, পাখি ওড়ে, আঁকা যেন আকাশ-পটে। বধূ ঘাটে যায় বঁধু পথে চায়, চিনি চিনি বাজে চুড়ি গাগরীতে।। ♥ ০ পরে পড়বো ৬৯ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন