জান হাতে সুরা যেন, প্রেমাস্পদ তব, তাই সেবি অবিরাম;
ঢলঢলে আঁখি তব, সুরাসক্ত যেন, সদা চঞ্চল ধাম।
দিগন্তে মিলায় পথ, আমি চলি মত্ত, ছায়া মোর সাথে ঘোরে;
জ্যোৎস্নার ফিসফিস, তারা কাঁপে নীরব, সেও কি তবে গো মরে?
পেয়ালায় ভেসে ওঠে চাঁদ, নেশায় বুঁদ আমি, দেখি সব উলটা-পালটা;
মরণের পানে ধাই, সেও কি সুরাসম? একি তবে অন্য খেলা?
শূন্যে মিলায় মন, তবু বলি সখা, তোমাতেই মোর ঠাঁই;
এ খেলা বুঝবে না কেউ, আমি মত্ত পথিক, তবুও যে তোমাকেই চাই।

পরে পড়বো
২০৫
মন্তব্য করতে ক্লিক করুন