আবদুর রহমান রাসু

কবিতা - আমরা আমাদের ছিলাম না

আবদুর রহমান রাসু

আমার হয়ত আর যাওয়া হবে না,
খৈয়াছড়া ঝর্ণা
তুমি যাবে কিনা জানি না ৷
জলে প্রবাহে চরণ ফেলে আর হয়ত
শোনা হবে না, নীরবতার অমায়িক সুর ৷
একটা পাহাড়ী ফুলে
ছোট্ট সেই কুটিরে,
আর হয়ত দেখা হবে না;
দুজন দুজনা হতে হয়ে গেছি দূর ৷
ঝর্ণা বয়ে যাবে দিনের পর দিন
জলে পা ফেলে উৎসব করবে কেউ ৷
দেখা হবে না, আমাদের দেখা হবে না,
যতই আসুক শীতল জলের ঢেউ ৷
দূর হতে কোন বারান্দায় বসে
বহুকালের ক্লান্তি শেষে, মনে হবে
একদিন আমাদের ছিল ঝর্ণা ৷
হয়ত তোমারও মনে হবে, নয়ত না
যতই যা ঘটুক, আমাদের যাওয়া হবে না ৷
ঝর্ণা আমাদের ছিল ঠিক;
আমরা দুজন দুজনার ছিলাম না ৷

৬৯
মন্তব্য করতে ক্লিক করুন