মাটির মানুষ বোঝে না নিজেকে ঠিক
ছায়ার পিছে হাঁটে, হারায় দিক বেদিক ।
মনের ভেতর বিচিত্র দ্বন্দ্বের নানা ঢেউ
হাসির আড়ালে লুকায় তা কেউ কেউ।
চায় আলো, তবু ভয় পায় অন্ধকারে
স্বপ্ন দেখে, হারায় কঠিন বাস্তবতার তরে।
ভালোবাসে, তবু ছেড়ে যায় দিয়ে আঘাত
ভাঙা গড়ার মাঝেই কেবল কাটে দিন-রাত।
মানুষ এক বিস্ময়, রহস্যের জলজ্যান্ত ছবি
যেমন নরম, আবার আগুনের প্রতিচ্ছবি ৷
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন