আতাউর রাহমান

কবিতা - একগুচ্ছ বাগান বিলাস

আতাউর রাহমান

ভেবেছি, তোমার সাথে প্রথম দেখায়,
তোমাকে আমি একগুচ্ছ বাগান বিলাস দেবো।
এটা আমার খুব পছন্দের ফুল,
জানি না, তোমারও পছন্দ কিনা… তবে,
এই ফুলে আছে তোমাকে না বলা সকল কথা,
আছে মনের সুধা, আর নরম আবেগের রেখা।
হয়তো তুমি চুপ করে তাকিয়ে থাকবে,
হয়তো হাসবে একটু, কিংবা চোখ নামিয়ে নেবে,
তবু আমি তোমার হাতে রাখবো সেই ফুল,
সাথে রাখবো সমস্ত ভালোবাসার রংধনু ।
আমি তো জানি না, এই বাগান বিলাস তোমার,
পছন্দ হবে কিনা?
তবে জানো, এই ফুলে আমার অনেক স্বপ্ন জড়ানো।
তুমি হয়তো বলবে,“আমি তো অন্য ফুল পছন্দ করি”,
তবু বলবো, “এই ফুলে আছে আমার ভালোবাসা, আবেগ, অনুভূতি, আর তোমাকে কাছে পাওয়ার প্রবল আকাঙ্ক্ষা।
তুমি জানো?
এই ফুল শুধু ফুল নয়, এটা আমার অপেক্ষার প্রতিচ্ছবি,
এটা আমার স্বপ্নের রঙ, তোমাকে পাবার চুপচাপ সাধনা সবই।
যেদিন তোমার হাতে একগুচ্ছ বাগান বিলাস দেবো,
সেই মুহূর্তেই ফুল ফোটার শব্দ শোনা যাবে অন্তরে।
হয়তো তুমি তখন বুঝবে,
একগুচ্ছ বাগান বিলাসে আমি শুধু ফুল দেয়নি,
সারাটি হৃদয় সাজিয়ে দিয়েছি তোমার জন্যই,
চুপচাপ, নিঃশব্দে, সমস্ত ভালোবাসা ঢেলে দিয়েছি,
শুধু তোমার একটু হাসি দেখার আশায়…
একগুচ্ছ বাগান বিলাস-ই হবে,
তোমাকে দেওয়া আমার প্রথম উপহার,
আর আমার প্রেমের প্রথম প্রকাশ।

৫৮
মন্তব্য করতে ক্লিক করুন