মাথার ভেতর কেউ কথা রেখে চলে গেছে আজ।
কত দূর পালাব? উপায়?
মাথার ভেতরে কেউ
কথা রেখে গেছে চুপিচুপি
আজ সেই বহনের দায়!
বেরিয়ে পড়েছি তাই।
প্রতিবারই এরকম হয়।
ক্ষুধাহীন তৃষ্ণাহীন যাব…..
নিজেকে ভেবেছি এক
অভিশপ্ত ডানাভাঙ্গা পাখি,
বুকে হেঁটে দিগন্তে পৌঁছাব….
সকাল বিকেল যায়….
কাছে আসে দিনান্তের গাছ,
হাঁটু মুড়ে বসেছে আঁধার।
দিগন্ত ফুঁপিয়ে ওঠে….
কথা দাও,কথা দাও, কথা…..
তার বুঝি কেউ নেই আর?
এবার দেবার পালা।
কার কথা কাকে দিয়ে যাই?
স্বপ্ন ছাড়া অর্থ অসম্ভব।
প্রতিটি লেখার ছিল
শুধু কথা বহনের দায়!
তারপর সম্পর্ক নীরব……

৩৪
মন্তব্য করতে ক্লিক করুন