বিভাস রায়চৌধুরী

কবিতা - কোপাই নদীর পাশে

বিভাস রায়চৌধুরী

কোপাই নদীর পাশে কত কবি দুঃখ রেখে যায়
গানের মানুষ আসে, সুর দিয়ে ধুয়ে দেয় গাছ
জলের পাথর শাস্ত… নদীও গোপন থাকে নিজে…
চৈত্রের আগুনে পোড়ে কবিদের ফকির-সমাজ
গাছের শিকড়ে চুমু খায় তারা, কেঁপে কেঁপে ওঠে
পরস্পর ছুঁয়ে থাকে সর্বনাশ… সংসারের ছাই
নান প্রকারের নেশা অস্তিত্ব লিখেছে আকাশে-_
যৌথবিষাদের ধারা বুকে ধরে বাউল কোপাই
গোল হয়ে নাচে সব… ব্যর্থতাও সাধন-ভজন
চোখের জনের দাগ৷ অমরত্ব এক ধরনের…
কোপাই নদীর পাশে কবিগণ দুঃখ রেখে যায়
আবির-মাখানো গাছ দিনশেষে একা হয় ফের
সন্ধ্যায় নদীতে টাদ ঘন হয়…

যেন বুনো হাস…
একার চেয়েও একা পড়ে থাকে কবিতা-বিশ্বাস

পরে পড়বো
৭৪
মন্তব্য করতে ক্লিক করুন