শাকিফুল হাসান
স্মৃতির অতলে নীরবতা
তুমি ছাড়া হয়তো আমার একটু কষ্ট লাগবে __
এই নয় যে তোমাকে না পাওয়ায় আমি মারা যাব কোন এক কোণে তোমার স্মৃতিগুলো থেকে যাবে__
স্মৃতিগুলো থাকবে কিন্তু স্মৃতিগুলোর মানুষটা থাকবে না__
মানুষটা অন্যকে স্মৃতি দেখাতে ব্যস্ত থাকবে__
সে সব আগের স্মৃতিগুলো ভুলে যাবে__
থাকবে না তার আগের কথা মনে__
হঠাৎ করে দেখা হবে কোন এক পথে__
তখন একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকব__
কথা বলার থাকবে না সাহস দুই জনেরই বুকে __
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন