সহসা সবুজে আবীরের আভা লাগে,
মেঘের আড়ালে সূর্য অস্ত যায় ;
নীলের বিকার ধূসর পূর্বভাগে ;
অলস সাগর, আকাশেও তার সায় ||
দূর দিগন্তে সংবৃত শর্বরী,
শুক্র সুদ্ধ এখনও দেয় নি দেখা ;
নিরুদ্দেশের যাত্রী আমার তরী ;
নিরবলম্ব নিখিলে সে আজ একা ||
একদা কত কী ভর করেছিল তাতে—
স্বপ্ন ও স্মৃতি, পর্বতপরিমাণ :
মহার্ণবের দারুণ ঝঞ্ঝবাতে
কিঞ্চিৎও শেষে পায় নি পরিত্রাণ ||
মাস্তুল ডেকে এনেছিল অশনিকে,
পালে জেগেছিল কেবল ত্রাহিস্বর,
ভেঙেছিল হাল : সর্বনাশের দিকে
গতি হয়েছিল অবাধ অতঃপর ||
আপাতত তাকে নাচাতে পারে না আর
অপ্সরীদের নির্মম জলকেলি ;
সে বুঝেছে বৃথা অজানার অভিসার—
পাতকের দ্বারে জাতকের ঠেলাঠেলি
দিনমানে তাই চতুর চিত্রভানু
লোভায় না লঘু মরীচিকা-নির্মাণে :
অন্ধ আলোর পলাতক পরমাণু
অমারাতে তাকে ছায়াপথে মিছে টানে ||
একা সে এখন, বাঁধা অধুনার তালে ;
ত্রিসীমায় নেই আদ্যন্তের দিশা :
ঢলঢল জল সচল চক্রবালে ;
সন্ধিলগ্নে সংগত দিবা-নিশা ||
মন্তব্য করতে ক্লিক করুন