আগুন জ্বালাতে শিখে সে প্রমাণ করেছিল শানিত তরবারির মতো ক্ষুরধার তার বুদ্ধি। নদীতে বাঁধ দিয়ে সে দেখিয়েছিল কুস্তিগিরদের মতো তার পেশির জোর নেহাত কম নয়। চাঁদে লোক পাঠিয়ে সে বুঝিয়ে দিয়েছিল ঘুড়ি ও পাখিদের চেয়ে আরও অনেক উঁচুতে উঠে যেতে পারে তার কল্পনা আবার সাবমেরিনে চড়ে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে পৌঁছে গিয়ে সে বুঝিয়ে দিয়েছিল দেবতাদের মতো জলে স্থলে অন্তরিক্ষে তার অবাধ যাতায়াত। কিন্তু এসব কিছুর জন্য নয় মানুষ যে এতটা পথ হেঁটে এল তার কারণ আজও সে অন্যের দুঃখে কাঁদতে পারে।

১৯
মন্তব্য করতে ক্লিক করুন