দীপক রায়

কবিতা - কূটযুক্তি

দীপক রায়

কৌটিল্যের যুক্তি নিয়ে দাঁড়িয়েছ তুমি। লিখে দাও
একশো সনেট—তবে আমি কবি বলে মেনে নেব।
কাঠগড়ায় দাঁড়িয়েছি। কী করি এবার?

ও কাজ আমার নয়—মধুসূদন, ক্ষমা করো, পেত্রার্ক তুমিও। শুধু
আত্মপক্ষ সমর্থনে বলি
—বাশো কি লিখেছে কোনো চতুর্দশপদী?
লিখেছেন হিমেনেথ উনগারেত্তি অথবা কোনো বের্টোল্ট ব্রেশট?

কবিতা তো হরেকরকম—বলেছেন যিনি
সেই কবি জীবনানন্দও লিখেছেন অনেক সনেট

প্রাণে ভরে দু’-চার লাইন যা লিখেছি ছড়ানো-ছিটানো
কিছুই হলো না ভেবে মাথা খুঁড়ি
—প্রতিদিন মাথা খুঁড়ে মরি…

৩০
মন্তব্য করতে ক্লিক করুন