সব কথা বলছ ভেবো না
বলেছি কি নিজে সব কথা
#
কিছু কথা হাওয়ায় ভেসেছে
কিছু কথা রয়ে গেছে ঠোঁটে
#
আর কিছু মেঘে ভেসেছিল
#
কোনো কথা ঘুমের ভেতর
কোনো কথা অনৃত ভাষণ
#
কিছু কথা দুপুর বিকেল
কিছু কথা আড়াল চেয়েছে
#
বাকি কথা জোনাকির আলো

২৬
মন্তব্য করতে ক্লিক করুন