শংকর ব্রহ্ম

কবিতা - ঝরাপাতা

শংকর ব্রহ্ম

ঝরাপাতা
শংকর ব্রহ্ম

১).

ভালবাসা একটা শক্তি,যা ফুরায় না কখনও
ভারসাম্য বজায় রেখে রূপান্তর ঘটে মাত্র।

২).

ভালবেসে লাভ নেই বলে যারা আজ,
বোধহয় তাদের নেই আর কোন কাজ

৩).

ভাবান্তর,যে ভাবের দ্বারাই ঘটুক,
সেই ভাবকে লক্ষ্য করাই,ভাবুকের লক্ষণ।

৪).

বাস্তবিক নির্বোধ সে-ই,যে নিজের স্বার্থ অনুযায়ী
মন,মস্তিস্ক ও শরীরটাকে ব্যবহার করে না।

৫).

চুম্বনে স্বাদ নেই,বলে আজ যারা,
তাদের ঠোঁটের ধার,কবে গেছে মারা।

৬).

মজার ব্যাপার হল,
মনের এমন অনেক ছায়াঘেরা বনপথ আছে,
যেখানে মস্তিষ্কের শিক্ষকতা নিষিদ্ধ,
বিবেকের প্রবেশ অবাঞ্ছিত,
নীরবতা বাঙ্ময়।

৪৪
মন্তব্য করতে ক্লিক করুন