ভালোবেসে সখি কে চায় কাঁদিতে,
এ জগতে সবাই চায় সুখে হাসিতে।
কেহ যদি বাসিলো ভালো
হয় সেতো সুখের আলো
সকল দুখ ভুলিয়া আনন্দে দুলিয়া
নয়ন মুছিয়া হৃদয় ভরিয়া হাসিতে।
ভালোবেসে দুঃখ গেলে ভেসে
তবুও যদি না থামে আঁখির জল,
সেতো নয় গো বেদনার অশ্রু
উতল হিয়ার নির্ঝর অবিরল।
এ মন লাগেনা ভালো একলা রোহিতে
যারে ভাল লাগে চাহে মন ডরে বাধিতে।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন