এক যে ছিলেন মহারানী, বেজায় ঠাট-বাট
উজির, নাজির, সভাসদ
কথায় কথায় দিচ্ছে তালি
ভুলছে সবই ফটাফট।
রানী মশাই রাজ্য চালায়
বন্ধ করে চোখ!
চ্যালারা সব খাচ্ছে লুটে
রানী পাচ্ছে ভোগ!!
বেয়ারা সব গোষ্ঠী যত
বেজায় করে চেঁচামেচি,
কথায় কথায় কোর্টে যান
হুঙ্কারে তার কাঁদছে ঘরে যত মাসিপিসি।
এমন রানী গর্ব মোদের
ভাবেন যত চ্যালা,
যখন তখন রানী সাহেবা
খাচ্ছে শুধু কোর্ট কাছারির ঠ্যালা।
প্রজারা সব ক্ষিপ্ত বটে
উপায় কিছু নাই,
লেঠেল আছে, ঠ্যাংগারে আছে
দুষ্টুরা বাদে, চুপচাপ সবাই।
মোদের রানী সবার সেরা
বিদ্যা বেঁচে খায়,
কয়লা খাদান, গরুও বটে
চ্যালারাও তো ভাগ বসায়।
দুষ্টরা সব ঢোলক বাজায়
করে বদনাম,
দু একটা মেয়েরা জোটে
খিদেয় মেটায় দাম।
দাদা আছেন, রানীর পাশে
ভয় কি তার সাজে?
রাজ্যজুড়ে চেল্লাচিল্লি
রানী শুধুই হাসে।
এমন দেশটি বেজায় মধুর
সব চ্যালারাই ভাবে,
মোদের রানী বিশ্বরানী, থাকলে তিনি
ভাগ বাটোয়ারা সবাই কিছু পাবে।।
বেকাররা সব কোর্টে মরে
রানী বাজায় ঢোল!
চ্যালারা সব কোর্টকে দোষে
রানীর শুধু নেই কোন হেলদোল।
ভোট আসবে, যাবে আরও,
রানী হবেন হিংস্র…
লক্ষীর আধার দিয়ে রানী
ছিঁড়ে খাবেন মানুষেরই মাংস।
এমন দেশটি কোথাও গেলে
খুঁজে পাবে নাকো তুমি
এ যে নিছক গল্পকথা
শুধু বিদ্রোহীদেরই ভণ্ডামি।।
…..

মন্তব্য করতে ক্লিক করুন