বক্ষখানায় ঢাল লাগিয়ে,
হবো আমি দুর্বারী;
তীব্র রোষে উঠব আমি,
ভীম সঞ্চারী বিপ্লবী।
আমি,
উদ্যম, সাহস আর হিম্মত
লুকিয়ে লুকিয়ে রাখি;
বিষাদ-বিবাদ করতে অবাধ,
লক্ষ বলের এক জাতি।
উর্ধ্ব গগন গর্জে অকাল,
নিম্নে পাতাল বুঝবে সেকাল—
যেদিন হিংস্র রূপ নেবো—
ছোট্ট, বড়, লম্বা, খাটো—
সবকিছুকে জমা করে,
তাদের শক্তি ছিনিয়ে এনে
জংদোমের’ ঐ লেবাস পরে
নৈরাজ্য কণ্টিবো।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন