আমারতো মন আছে আমিও মানুষ
আমার ইচ্ছে হয় হাসতে
আমার দুঃখ হয় আমারও কান্না পায়
আমার আছে তোমাদের মতোই হৃদয়।
তোমরা নিজের চোখে আমারে দেখতে চাও
তোমার হৃদয় দিয়েই আমাকে বুঝে নাও
সেতো সত্য নয় সেজে বড়ো ভুল
কেমন করে বুঝবে কলির ইচ্ছে
যদি না ফোটে ওঠে ফুল।
মেঘ এলে চাঁদের সাথে হয়না কথা
কাটা না পেলে বোঝা যায়না ব্যাথা
আমাকে যদি বুঝিতে চায় আমাতে মিশে যায়
মনে মনে বলো কথা।

৪৩
মন্তব্য করতে ক্লিক করুন