সত্য কুম্ভকার

কবিতা - অভিমুন্যর বীরত্ব

সত্য কুম্ভকার

পাণ্ডব-বংশে নবীন রবি,
বীরত্বের এক অমর ছবি।
চতুর্দিকে ঘেরা কৌরব সেনা,
তবুও তাঁর মনে ভয় কেনা।
সপ্ত মহারথী ঘিরেছে তাঁকে,
চক্রব্যূহের কঠিন আঁকে।
রক্তে তাঁর অর্জুনের তেজ,
কৃষ্ণ তাঁকে দিয়েছে সাহস-সাজ।
ভয়ে কাঁপে রথী-মহারথী,
তাঁর রণকৌশলের প্রতি।
একাই লড়েছেন হাজার সেনার সাথে,
অসীম বীরত্বে ভরা তাঁর হাতে।
যুদ্ধে শহীদ হয়েও তিনি অমর,
তাঁর নামে আজো কাঁপে কৌরব।
কৌরবেরা জয়ী হয়েও লজ্জিত,
তাঁর মৃত্যুতে আজো পৃথিবী স্তম্ভিত।

পরে পড়বো
৬১
মন্তব্য করতে ক্লিক করুন