এই আঁধার মেঘের শেষে
আলোর রেখা আসবেই,
দুঃখভরা দিনের পরে
সুখ যে ফিরে হাসবেই।
ধৈর্য ধরে পথটি ধরো
ভরসা রেখো মনে,
নতুন সকাল আসবেই
আলো হবে ভুবনে।
ভয়কে করো দূর বহু দূরে
আশার প্রদীপ জ্বেলে,
সুখের বার্তা আসবেই
দুঃখ-শোক ফেলে।
শীতের শেষে কোকিল যেমন
বসন্তের গান গায়,
তেমনি ভালো দিন যে আসবে
আমাদের আঙিনায়।
আজকের এই কষ্ট যত
কালকে হবে স্মৃতি,
সোনালি এক সকাল হবে
থাকবে মধুর প্রীতি।

মন্তব্য করতে ক্লিক করুন