মন্দাক্রান্তা সেন

কবিতা - বিরহবৃত্তান্ত : এক

মন্দাক্রান্তা সেন

তোমার কণ্ঠস্বরে কী আছে যুবক, আমাকে মুহূর্তে ছিঁচকাঁদুনে করে দাও। বিশ্বাস করো এই তো একটু আগেই দিব্যি স্মার্ট ছিলাম। এনাফ কনফিডেন্ট ছিলাম। এই যে তোমাকে জড়িয়ে ধরতে চাইছি‌ আর তুমি প্রথা মেনে দারুণ উদাসীন স্বরে বলছ ‘কী খবর’, এতেই আমার আত্মা ফুঁপিয়ে উঠলো। আমার কোনো খবর নেই, শুধু আজ তোমার সঙ্গে দেখা হওয়া ছাড়া। আমার কোনো খবর নেই, এতদিন তোমার সঙ্গে দেখা না হওয়া ছাড়া। আমারও কি তোমার কুশল জিজ্ঞাসা করার কথা ছিল ? করতে ভয় পেলাম। ওই কণ্ঠস্বরে ওই নিস্পৃহ কণ্ঠস্বরে যদি বলে বসো ‘ভালো’ । বলবে নিশ্চিত। আমি তো তোমার ভালোমন্দের ডেফিনিশনের বাইরে। তবু ভয়ঙ্কর একটা লোভ হয়। একটুও কি খারাপ থাকতে নেই! জানি তোমার কোনো বিরহ নেই । কোনোদিন ছিলোও না সম্ভবত। আমি তো অনন্ত শীতের দুপুরে পা ছড়িয়ে বসে ঝালনুন দিয়ে চুষে চুষে বিরহ খাই । তোমাকে না পাঠানো চিঠি দুলে দুলে বিড়বিড় করে মুখস্থ করি। আমার কণ্ঠস্বরে কী একটা আছে, সেটা শুনে নিজেই আমি আরো আরো ছিঁচকাঁদুনে হয়ে যাই ।

পরে পড়বো
১৩
মন্তব্য করতে ক্লিক করুন